তৃণমূলের সাংগঠনিক চেয়ারম্যান এর দায়িত্ব পায় কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। অন্যদিকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হলো বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে। অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজিৎ ঘটককে। গত সোমবার সন্ধ্যায় এই খবর আসানসোলে ছড়াতেই আসানসোল শিল্পাঞ্চলে খুশির হাওয়া বইতে শুরু করে তৃণমূল কংগ্রেসের মধ্যে। সন্ধ্যাতেই দিকে দিকে সবুজ আবির,মিষ্টি মুখ এবং আতশ বাজি ফাটিয়ে উল্লাসে মাতে তৃণমূল সমর্থকরা।
পাশাপাশি মঙ্গলবার সকালে আই এন টি টি ইউ সির নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে আসানসোলের হটন রোড মোড়ে উল্লাসে মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন বেশকিছু তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে সবুজ আবির সহ মিষ্টি মুখ করে আতশবাজি করে উল্লাসে মাতে তারা। এদিন রাজু আলুওয়ালিয়া জানান,মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অসংখ্য ধন্যবাদ। যেভাবে তিনি এতবড় দায়িত্ব দিলো তাদের উপর। তাতে তারা খুশি বলে জানান তিনি।