Type Here to Get Search Results !

প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগের দাবি মার্কিন জনতার


ওয়েব ডেস্ক:-কাবুল বিমানবন্দরে (Kabul Airport) বৃহস্পতিবার পরপর বোমা বিস্ফোরণ ঘটে। আইএস জঙ্গি হানায় ১৩ মার্কিন সেনা-সহ ১০০ জনের মৃত্যু হয়।কাবুল বিমানবন্দরে আইএস জঙ্গি হানার পর আমেরিকায় প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) পদত্যাগের দাবি জোরাল হল। রাষ্ট্রসংঘে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি (Nicky Hally) বৃহস্পতিবার টুইট করে বলেন, ‘বাইডেন কি এবার পদত‌্যাগ করবেন, নাকি তাঁকে সরানো হবে? কিন্তু যদি বাইডেন সরে যান যদি কমলা হ‌্যারিস প্রেসিডেন্ট হন, তাহলে তা দশগুণ খারাপ হবে।ভগবান আমাদের রক্ষা করুন।’

নিক্কির এই টুইটের পর পরেই একাধিক রিপাবলিকান পার্টির কংগ্রেস ম‌্যান ও সেনেটর টুইট করে বাইডেনের পদত‌্যাগ অথবা ইমপিচমেন্ট দাবি করতে থাকেন। বাইডেনের সঙ্গে সঙ্গে তাঁরা কমলা হ‌্যারিস ও বিদেশসচিব অ‌্যান্টনি ব্লিঙ্কেনেরও পদত‌্যাগ দাবি করেন। রিপাবলিকান সাংসদরা বলতে থাকেন, যদি একটা ফোনের জন‌্য ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) ইমপিচ করা হয়ে থাকে, তাহলে কেন বাইডেনের ইমপিচমেন্ট হবে না।

আফগানিস্তান (Afghanistan) থেকে যেভাবে মার্কিন সেনা প্রত‌্যাহার করা হয়েছে, তা বাইডেনের চরম গাফিলতি বলে রিপাবলিকান দলের নেতারা জানাতে থাকেন। রিপাবলিকান কংগ্রেস ম‌্যানরা অবিলম্বে মার্কিন কংগ্রেসের অধিবেশন দাবি করলেও স্পিকার ন‌্যান্সি পেলোসি তা উড়িয়ে দিয়েছেন।

আরো পড়ুন:- মাঝ আকাশে হার্ট অ্যাটাক পাইলটের,বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান 

বৃহস্পতিবার কাবুলের বিস্ফোরণে ১৩ মার্কিন সেনার মৃত্যু বাইডেনকে চরম অস্বস্তিতে ফেলেছে।  আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে গোটা বিশ্বের সঙ্গে মার্কিন জনতার একটি বড় অংশ বাইডেনের উপর ক্ষুব্ধ। কাবুলের বিস্ফোরণ সেই ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad