তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পনাগড় শিল্পতালুকে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু হলো শুক্রবার থেকে। রাজ্যের শিল্পসম্ভাবনায় অন্যতম দিশারী হতে চলেছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। পলিফ্লিম থেকে ফুড প্রসেসিং ইউনিট, পাইপ ফ্যাক্টরি থেকে যন্ত্রাংশ নির্মাণ ফ্যাক্টরি সহ একের পর এক নতুন শিল্পে লগ্নি করা হচ্ছে ২নম্বর জাতীয় সড়কের পাশে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে।
৪০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে বেসরকারি পলিফ্লিম ফ্যাক্টরিতে। ১ সেপ্টেম্বর যার শিলান্যাস অনুষ্ঠানে আসতে চলেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রশাসন সূত্রে এমনটাই জানা গেছে। এছাড়াও একাধিক কারখানার উৎপাদন শুরুর মুখে। তাই ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে বণিক মহল।
মুখ্যমন্ত্রীর সফরসূচির প্রস্তুতি চূড়ান্ত প্রশাসনিক মহলে। অনুষ্ঠানস্থলে ছাউনি করার কাজ চলছে। প্রাথমিকভাবে একটি বেসরকারি কারখানার জমিতেই হেলিপ্যাড তৈরির ভাবনা রয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সভাস্থল ও হেলিপ্যাড পরিদর্শন করছেন পুলিস প্রশাসনের আধিকারিকরা।
রাজ্যে নতুন বিনিয়োগ না আসা, নতুন কলকারখানা গড়ে না ওঠায় কর্মসংস্থানের সঙ্কট নিয়ে তৃণমূল সরকারকে বারবার কাঠগড়ায় তুলেছে বাম, বিজেপি সহ বিরোধী দলগুলি।
মুখ্যমন্ত্রী শিল্পক্ষেত্রে এসে কী বার্তা দেন, সেদিকেই মুখিয়ে রয়েছে শিল্পাঞ্চলের ব্যবসায়ীরা। যেখানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, সেই সভাস্থল প্রস্তুতির কাজ চলছে জোরকদমে। বৃষ্টি মাথায় নিয়ে প্রশাসনিক কর্তারা পুরো বিষয়টি খুঁটিনাটি খতিয়ে দেখেন।
আরো পড়ুন:- কাঁকসায় তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীদের নিয়ে সভা করলেন তৃণমূলের ব্লক সভাপতি
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সি জানিয়েছেন,তৃণমূল সরকার যেভাবে সুষ্ঠুভাবে একের পর এক শিল্প করছে, তাতে বিরোধীদের মুখে কুলুপ এঁটে দেবে।
