তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আগামী ২৯ তারিখে তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে আসানসোলে। সেই সম্মেলনে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্ব ও জেলার কর্মী-সমর্থকরা।
শুক্রবার সন্ধ্যায় সেই সম্মেলন কে সামনে রেখে কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীদের নিয়ে এবং এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রস্তুতি সভা করলেন কাঁকসা ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী।
দেবদাস বক্সী জানিয়েছেন আগামী ২৯ তারিখে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমানের তৃণমূলের শ্রমিক সংগঠনের সম্মেলনে যোগ দেবেন। তবে তার আগে তাকে কাঁকসা ব্লকে তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা তাকে কাঁকসায় সম্বর্ধনা দেবেন সেই বিষয়ে কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী।
