তনুশ্রী চৌধুরী,পানাগড়:- শুক্রবার বিকালে ১২ দফা দাবিকে সামনে রেখে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো বাম সংগঠনের মানবসম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের।অস্থায়ী চুক্তিভিত্তিক এসএসকে এমএসকে শিক্ষক-শিক্ষিকাদের রাজ্য সরকার বদলির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে।
সেই আন্দোলনের পাশাপাশি শুক্রবার বিকেলে পানাগর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পানাগর বাজার ও কাঁকসার সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা।এদিন প্রতিবাদ সভায় শিক্ষক-শিক্ষিকারা বলেন দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন বিদ্যালয় তারা চুক্তিভিত্তিক চাকরি করছেন কিন্তু সেই অর্থে তাদের এখনো পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি।
আরো পড়ুন:- একাধিক দাবিতে কাঁকসার বি এম ও এইচ কে স্মারকলিপি জমা দিলেন আশা কর্মীরা
পাশাপাশি আজও পর্যন্ত তাদের যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা সে সমস্ত সুযোগ সুবিধা থেকে এখনও তারা বঞ্চিত রয়েছেন। তাই সমস্ত শিক্ষক-শিক্ষিকারা তাদের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন।
