তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- একগুচ্ছ দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে কাঁকসা ব্লকের আশা কর্মীরা কাঁকসার বি এম ও এইচ কে স্মারকলিপি জমা দিলেন শুক্রবার। আশা কর্মীদের অভিযোগ তাদের কে ১লা সেপ্টেম্বর থেকে ও পি ডি তে কাজ করার জন্য বলা হয়েছে। তারা বলেন তারা ফিল্ড এ কাজের জন্য তাদের কে নিযুক্ত করা হয়েছে।এমনকি তাদের অভিযোগ তাদেরকে দিয়ে গ্রুপ ডির কাজ করানো হচ্ছে বলে জানান তারা। তারা আরো জানান সোয়াব টেস্ট করতে গিয়ে তাদের এলাকায় কাজে বিঘ্ন ঘটছে।
কাজের ক্ষেত্রে তাদের যে সমস্ত সরঞ্জাম এর প্রয়োজন সেই সমস্ত সরঞ্জাম তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না। করোনা পরিস্থিতিতে তারা যে পরিষেবা দিয়েছেন তার মজুরি এখনও তারা পাননি। এছাড়াও করোনা আবহে কাজ করতে গেলে সুরক্ষার বিষয়ে যে সমস্ত সরঞ্জাম এর প্রয়োজন সেই সমস্ত সরঞ্জাম তাদের পর্যাপ্ত পরিমাণে নেই।তারা অভিযোগ করেন বিধান নগরে রুগী নিয়ে গেলে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। তাদের কাগজ সই করতে চায় না কেউ। এই সমস্ত দাবি সহ একাধিক দাবিতে তারা কাঁকসা ব্লকে বি এম ও এইচ এর দ্বারস্থ হন।
আরো পড়ুন:- ডি ওয়াই এফ আই এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল অন্ডালে
তারা জানান বি এম ও এইচ তাদের দাবির কথা শুনেছেন এবং তাদের আশ্বাস দিয়েছেন এই মাসের মধ্যে তাদের টাকা তারা পেয়ে যাবেন। এবং তাদের যাতে আর অসুবিধার সম্মুখীন না হতে হয় তার ব্যবস্থা করবেন বলে জানান।
