Type Here to Get Search Results !

ডি ওয়াই এফ আই এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল অন্ডালে



সোমনাথ মুখার্জী, অন্ডাল :- প্রয়াত বাম যুবনেতা সোমনাথ সরকারের স্মরণে শুক্রবার আয়োজিত হল রক্তদান শিবির । ডিওয়াইএফআই-এর উদ্যোগে শিবির-টি হয় খান্দরা প্রতিবন্ধী কেন্দ্রর কমিউনিটি হলে । ছয়জন মহিলা সহ রক্তদান করেন 30 জন । সংগৃহীত রক্ত দান করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে । 

আরো পড়ুন:- এবার সীতাভোগ মিহিদানা কে স্বীকৃতি দিলো ভারতীয় ডাক বিভাগ,উদ্বোধন হলো সীতাভোগ মিহিদানার ছাপ দেওয়া বিশেষ কভার 

শিবিরের উদ্বোধন করেন রানীগঞ্জ বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক রুনু দত্ত । রক্তদাতাদের সকলকে একটি করে গাছের চারা ও মাস্ক, স্যানিটাইজার উপহার দেওয়া হয় । 2006 সালের 27 শে আগস্ট সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় যুবনেতা সোমনাথ সরকারের । তারপর থেকে প্রতিবছরই এই দিনটিতে সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে । কোভিট স্বাস্থ্যবিধি মেনে এদিন শিবির-টি হয় বলে জানান উদ্যোক্তারা ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad