নিজস্ব প্রতিনিধি :- বর্ধমান তো বটেই গোটা দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় মিষ্টি সীতাভোগ মিহিদানা।২০১৭ সালে জি আই স্বীকৃতি পায় শতাব্দী প্রাচীন এই মিষ্টান্ন। বর্ধমানের ঐতিহাসিক রাজ ঐতিহ্যশালী সীতাভোগ মিহিদানাকে এবার স্বীকৃতি দিলো ভারতীয় ডাক বিভাগ ।
শুক্রবার বর্ধমান মুখ্য ডাকঘরে একটি অনুষ্ঠানে সীতাভোগ মিহিদানার ছাপ দেওয়া বিশেষ কভার উদ্বোধন হলো।উদ্বোধন করেন দক্ষিণবঙ্গ রিজিয়নের পোষ্ট মাষ্টার জেনারেল শশী সালিনি কুজুর ,ছিলেন বর্ধমান ডিভিসনের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোষ্ট সৈয়দ ফরজ হায়দার নবী ,বর্ধমান সীতাভোগ মিহিদানা ট্রেডাস ওয়েলফেয়ার এস্যোসিয়েশনের সম্পাদক প্রমোধ কুমার সিং।
শশী সালিনি কুজুর বলেন বর্ধমানের এই বিখ্যাত মিষ্টি প্রচার এবং জনপ্রিয়তার বাড়ানোর লক্ষ্যে ভারতীয় ডাক বিভাগ একে প্রমোট করছে এর ফলে বর্ধমান ছাড়াও অনান্য জায়গায় সীতাভোগ মিহিদানার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
আরো পড়ুন:- কাবুল বিমানবন্দরের বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দায় সরব ভারত সহ বিশ্ব
খুশী বর্ধমান সীতাভোগ মিহিদানা ট্রেডাস ওয়েলফেয়ার এস্যোসিয়েশনের সম্পাদক প্রমোধ কুমার সিং।তিনি বলেন,এই প্রথম কোন সরকারি সংস্থা তাদের এই ভাবে প্রমোট করলো।এরফলে সীতাভোগ মিহিদানার চাহিদা আরো বাড়বে।গোটা দেশেই বর্ধমানের সীতাভোগ মিহিদানার নাম ছড়িয়ে যাবে।তিনি আক্ষেপ করে বলেন,২০১৭ সালে জি আই স্বীকৃতি পাবার পর ভেবেছিলাম সরকার তাদের প্রমোট করবে।কিন্তু কোন সরকার এগিয়ে আসে নি।কেন্দ্রীয় সরকারের পোষ্টাল বিভাগ এগিয়ে এলো।
