ওয়েব ডেস্ক:- বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর (Kabul Airport)।বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় সন্ত্রাসবাদী সংগঠন আইএস-এর শাখা সংগঠন আইএসআইএস-খোরাসান (ISIS-Khorasan) । এরপরই এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত সহ গোটা আন্তর্জাতিক মহল।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই ঘটনা প্রসঙ্গে বলা হয়েছে, এই হামলা ফের একবার বুঝিয়ে দিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব দেশকে সংঘবদ্ধ ভাবে লড়াই করতে হবে। এখানেই থেমে না থেকে মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, ক্ষতিগ্রস্তদের যথাসাধ্য সাহায্য করা হবে এবং নিহতদের পরিবারকে সমবেদনাও জানানো হয়েছে।
কাবুলের বিমানবন্দরের (Kabul Airport) এই হামলার ঘটনায় শুধু ভারত (India)-ই নয়, তীব্র নিন্দা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও (UK PM Boris Johnson)। তীব্র ভাষায় তিনি এই বর্বরোচিত হামলার সমালোচনা করে বলেন, সন্ত্রাসবাদীদের আর কোনও সময় দেওয়া যাবে না। এখনই সন্ত্রাসবাদের বিনাশ প্রয়োজন।তিনি আরো বলেন বেশিরভাগ মানুষ কে তারা সরিয়ে আনা হয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি বাকিদের ও যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনার।
আরো পড়ুন:- কাবুলে হামলাকারীদের ধরা হবে: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
এই হামলার ঘটনার নিন্দা শুধু ভারত বা ব্রিটেন নয়, তীব্র নিন্দা করা হয়েছে আন্তর্জাতিক মহলের তরফ থেকেও। এই প্রসঙ্গে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টেনিও গুতেরস জানান, সন্ত্রাসবাদীরা যে জঘন্য ঘটনা ঘটাল তারজন্য আমরা বাকরুদ্ধ। রাষ্ট্রসংঘ মৃত ৭২ জনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।এই ঘটনা থেকে প্রমান হয় আফগানিস্তানে পরিস্থিতি কতটা ভয়াবহ। তবে আমরা আফগানিস্তানের মানুষের সুবিধার্থে সব ধরনের পরিষেবা চালিয়ে যাব।
