ওয়েব ডেস্ক:- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে (Kabul) জোড়া বোমা হামলাকারীদের ধরার প্রতিশ্রুতি দিয়েছেন । গতকাল বৃহস্পতিবার কাবুলে জোড়া বিস্ফোরণ ঘটে। কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ এই বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জনের বেশি। হতাহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক আফগান নারী ও শিশু রয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস-এর শাখা সংগঠন আইএসআইএস-খোরাসান (ISIS-K)।হামলার কয়েক ঘণ্টার মাথায় গতকাল হোয়াইট হাউস থেকে বক্তব্য দেন বাইডেন।
কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার নিন্দায় সরব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । হামলাকারী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি।স্পষ্ট জানালেন, 'কেউ রেহাই পাবে না।' কাবুলে হামলার কয়েক ঘণ্টা পরে দায় স্বীকার করে আইএস-এর শাখা সংগঠন আইএসআইএস-খোরাসান (ISIS-Khorasan) । এরপর হামলার বিষয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জো বাইডেন। পরে নিজেকে সামলে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমরা ক্ষমা করব না। আমরা ভুলে যাব না। আমরা ওদের খুঁজে বের করব এবং হিসাব বুঝে নেব'।
আরো পড়ুন:- পানাগর বাইপাসে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক গাড়ি চালক
তিনি আরও বলেন, 'আইএসআইএস-খোরাসান -কে যোগ্য জবাব দেওয়ার পরিকল্পনা শুরু করেছে আমেরিকা। আমার কম্যান্ডরদের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সময় মতো আমরা ঠিক উত্তর দেব। যেখানে বুঝব, যখন আমরা বুঝব।'
We'll rescue the American citizens from Afghanistan. We'll get our Afghan allies out and our mission will go on: US President Joe Biden from White House pic.twitter.com/6f6ZfgxEqP
— ANI (@ANI) August 26, 2021
হামলার পর কাবুল বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো আগে থেকেই কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা করে আসছিল। আইএস হামলা চালাতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হলো। হামলার পরপর কাবুলের মার্কিন দূতাবাস আমেরিকানদের ওই এলাকা থেকে সরে যেতে বলেছে।
