তনুশ্রী চৌধুরী,পানাগড়:- সড়ক দুর্ঘটনায় (Road Accident) গুরুতর আহত হল এক গাড়ি চালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাত্রে পানাগর (Panagarh) বাইপাসে দুই নম্বর জাতীয় সড়কের ওপর। কাঁকসা থানা সূত্রে খবর দুর্গাপুর (Durgapur) থেকে কলকাতা (Kolkata) যাওয়ার পথে একটি ছোট গাড়ি পানাগর বাইপাসে দু নম্বর জাতীয় (NH2) সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানা পুলিশ।
কাঁকসা থানার পুলিশ আহত গাড়িচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গাড়ির ভেতর চালক একাই ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে পানাগর বাইপাসে দুই নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য কলকাতাগামী রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। কাঁকসা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে অন্যত্র সরিয়ে দু নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
