তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে অনুষ্ঠিত হলো কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জরিলাল স্মৃতি উচ্চ বিদ্যালয়ে শিবির অনুষ্ঠিত হয়।এদিন শিবিরে উপস্থিত ছিলেন ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এর সদস্যরা এবং প্রশাসনিক আধিকারিকরা।
শিবিরে এদিন রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলি রয়েছে সেই সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলির কাউন্টারে ফর্ম ফিলাপের জন্য ভিড় জমান ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামের মানুষেরা। আধিকারিকরা জানিয়েছেন রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলি রয়েছে সেগুলি যাতে সাধারণ মানুষ এক ছাদের তলায় পরিষেবা পায় সেই কারণেই দুয়ারে সরকার শিবির ত্রিলোকচন্দ্রপুর জরিলাল স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:- পর্যটকদের জন্যে সুখবর ! ডুয়ার্স সফরের সঙ্গী এবার ভিস্তাডোম কোচ
তবে যাতে শিবিরে বেশি ভিড়ে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই সকাল থেকেই কাঁকসা থানার পুলিশ কর্মীরা সাধারণ মানুষের ভিড় নিয়ন্ত্রণ করেন এবং সকলকে মাস্ক পড়ে শিবিরে প্রবেশ করান পুলিশকর্মীরা।
