নীলেশ দাস ,আসানসোল:-রানীগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদ পক্ষ থেকে রানীগঞ্জের ১১ টি ওয়ার্ডের নতুন ছাত্র পরিষদের কমিটি গঠন করা হলো। এদিন রানিগঞ্জ টিডিবি কলেজ এর ছাত্র পরিষদ ইউনিয়ন অফিসে রানীগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহান সাকিব, গ্রামীণ সভাপতি সন্দীপ গড়াই , রানীগঞ্জের ১১ টি ওয়ার্ডের কমিটি গঠন করে, তাদের নাম ঘোষণা করেন। এই ১১ টি ওয়ার্ড এর কিছু নতুন, কিছু পুরাতন কে নিয়ে এই কমিটি গঠন করা হয়। তার বক্তব্য 'যারা তাদের অঞ্চলের মানুষের সঙ্গে সব সময় পাশে আছে এবং ২০২১ এ বিধানসভায় পার্টির হয়ে যারা ভালো কাজ করেছে তাদেরকে এই নতুন কমিটিতে নেওয়া হয়েছে।
আরো পড়ুন:-রেল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুলটির চিনাকুড়িতে
যারা এই পার্টির ছত্রছায়ায় থেকে পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে।এবং আমার ধারণা আগামীদিনে আজকে যে নতুন কমিটি করেছি। রানীগঞ্জ শহরে তারা নিজের নিজের ওয়ার্ডের মানুষের হয়ে মানুষের পাশে থেকে ভালো কাজ করবে। এবং রানীগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন কে মজবুত করবে।' আজ এই নতুন কমিটি গঠনে উপস্থিত ছিলেন রানীগঞ্জের সমস্ত ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
