নীলেশ দাস ,আসানসোল:-সৌজন্যতার প্রতীক হয়ে উঠলো রাখী, অগ্নিমিত্রা পাল ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধলেন তৃণমূলের নেতা তথা আসানসোলের পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে।রাজনীতির ময়দানে দুজন দুই মেরুর। একজন কেন্দ্রের শাসক দল ও অন্যজন রাজ্যের শাসক দল। একজন আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অন্যজন তৃনমুল কংগ্রেসের নেতা আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।
আরো পড়ুন:- অগ্নিমিত্রার আবেদনে সাড়া দিয়ে করোনার প্রতিষেধক শিবিরের আয়োজন আসানসোল পৌরনিগমের
সেই অগ্নিমিত্রা পাল রাখী পড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে।বৃহস্পতিবার আসানসোলের বার্ণপুরের সম্প্রীতি হলে আসানসোল পুরনিগমের তরফে হওয়া ভ্যাকসিন সেন্টারে এমন এক ঘটনা ঘটলো। যার স্বাক্ষী থাকলো অনেকেই।
