এদিন প্রতিষেধক দেওয়ার কাজ ঠিকঠাক হচ্ছে কি না , সেই বিষয়ে খোঁজ নিতে যান পৌর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। অন্যদিকে ওই শিবিরে উপস্থিত হন দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ দুজনের সাক্ষাৎকার হলে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল তার ব্যাগ থেকে রাখি বের করে পৌর প্রশাসক তৃণমূলের অমরনাথ চট্টোপাধ্যায়ের হাতে পরিয়ে দেন ৷ যা এক রাজনৈতিক সৌজন্যতার পাশাপাশি সাংস্কৃতিক সৌজন্যতারও পরিচয় দেয় বলে মনে করছেন ৷
এদিন অমরনাথ বাবু বলেন, পৌরনিগম এলাকার প্রতিটি মানুষকেই করোনার প্রতিষেধক দেওয়া হবে ৷ কেন্দ্রের সরকার পর্যাপ্ত টিকা সরবরাহ করলেই আসানসোল পৌরনিগম যাথাযথ উদ্যোগ গ্রহণ করবে। অন্যদিকে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষও বার্নপুর অঞ্চলে প্রতিষেধক দেওয়ার জন্যে আরো বেশি শিবির আয়োজনের আর্জি জানিয়েছিলেন আসানসোল পৌরনিগমের কাছে ৷ তাই বৃহস্পতিবার বার্নপুরের সম্প্রীতি ভবনে করোনার প্রতিষেধক দেওয়ার জন্যে শিবিরের আয়োজন করা হয়েছে ৷
আরো পড়ুন:- কেন্দ্র সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে আসানসোলে বিক্ষোভ
উল্লেখ্য, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ পশ্চিম বর্ধমান জেলা সফরে এসে বার্নপুর অঞ্চলের মানুষদের প্রতিষেধক প্রদান শিবিরের আয়োজন কম হচ্ছে বলেও আসানসোল পৌরনিগমের কাছে বার্তা পাঠান ৷ সম্প্রতি, এরপরেই আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে বার্নপুরের সাত নম্বর বোরো তথা ত্রিবেণী মোড় সন্নিকটে সম্প্রীতি ভবনে বৃহস্পতিবার করোনার প্রতিষেধক দেওয়ার জন্যে এক শিবিরের উদ্বোধন করা হয় ৷
