নীলেশ দাস, আসানসোল:-কেন্দ্র সরকারের তিনটি কৃষি কালো আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন চলছে দিল্লিতে। আর কেন্দ্রের সেই কৃষি আইন বাতিলের দাবিতে গত বছর দেশ জুড়ে পর পর ভারত বন্ধের ডাক দিয়েছিল কৃষক সংগঠন গুলি। দিল্লির সেই কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল বিক্ষোভ। আর এবার সেই আন্দোলনকে সংহতি জানিয়ে বৃহস্পতিবার সকালে আসানসোলের ভগৎ সিং মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বার্ণপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি। এদিন তাদের পক্ষ থেকে কেন্দ্র সরকারের যে কৃষি আইন সেই কৃষি আইন অবিলম্বে খারিজ করার দাবি তোলে তারা।
আরো পড়ুন:- রেল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুলটির চিনাকুড়িতে
এদিন বার্ণপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সাধারণ সম্পাদক সুরেন্দ্র সিং বলেন, দিল্লিতে মাসের পর মাস যে আন্দোলন চলছে কৃষকদের। ভারত সরকারের যে তিনটি কালো আইন এনেছে তার বিরুদ্ধে দিল্লিতে কিষান মোর্চা আন্দোলন করছে। পাশাপাশি ২৬ জানুয়ারিতে দিল্লির লাল কেল্লায় ট্রাক্টর রেলি করেছিলেন সেই রেলিকে সড়জন্ত্র করে বদনাম করার চক্রান্ত করা হয়েছিল তার প্রতিবাদে প্রতি মাসের ২৬ তারিখে কিষান আন্দোলনের পক্ষে এই বিক্ষোভ করা হয় দেশ জুড়ে। আর আজ সেই বিক্ষোভে সামিল হয়েছি আমরাও বলে জানান।
