নীলেশ দাস,আসানসোল:-রেল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আসানসোলের কুলটিতে (Kulti)।মৃত ওই রেল কর্মীর নাম চন্দ্রদেব পাশওয়ান বলে জানা গেছে।তবে কি কারনে ওই রেল কর্মীকে খুন হতে হলো তা এখনও জানা যায়নি।সূত্রের খবর আসানসোলের (Asansol) কুলটি থানার অন্তর্গত চিনাকুড়ি রেল সাইডিং সংলগ্ন এলাকা থেকে বুধবার রাতে উদ্ধার হয় ওই রেল কর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ।
আরো পড়ুন:- আফগানিস্তানেকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করল ওয়ার্ল্ড ব্যাঙ্ক
পাশাপাশি, আরো জানা গিয়েছে চিনাকুড়ি রেল সাইডিং সংলগ্ন এলাকায় রেলের যে পাওয়ার গ্রিডের রুম রয়েছে তার ভেতর থেকেই উদ্ধার হয় ওই রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।পুলিশের পক্ষ থেকে মৃত রেল কর্মীর দেহ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। তবে ঠিক কি কারনে ওই রেল কর্মীকে খুন হতে হলো তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।
