Type Here to Get Search Results !

আফগানিস্তানেকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করল ওয়ার্ল্ড ব্যাঙ্ক


ওয়েব ডেস্ক:-
 আফগানিস্তানে চলা সাম্প্রতিক অস্থিরতা ও অচলাবস্থার জেরে বেশ উদ্বিগ্ন বিশ্ব ব্যাঙ্ক (World Bank )। নিজেদের উদ্বেগের কথা জানিয়ে এবার আর্থিক সহায়তা (Financial aid) দেওয়া বন্ধ করল ওয়ার্ল্ড ব্যাঙ্ক।তালিবানের উপর চাপ বাড়িয়ে কাবুলকে দেওয়া আর্থিক মদত বন্ধ রাখার কথা ঘোষণা করলো বিশ্ব ব্যংক। ২০০২ সাল থেকেই আফগানিস্তানকে (Afghanistan) আর্থিক মদত দিচ্ছে ওয়াশিংটন স্থিত আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা আইএমএফ (IMF) । এপর্যন্ত যুদ্ধবিধস্ত দেশটির পুনর্নির্মাণে প্রায় ৫৩০ কোটি ডলার অনুদান দিয়েছে সংস্থাটি।

বর্তমানে ওই দেশে বিশ্ব ব্যাংকের দু’ডজনেরও বেশি প্রকল্প রয়েছে। বিশ্ব ব্যাংকেরই পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানের ২০০০ কোটি ডলার জিডিপির প্রায় ৪৩ শতাংশই বিদেশি অনুদান নির্ভর।কিন্তু তালিবান ক্ষমতায় আসায় অনুদানের টাকা সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার হওয়ার সম্ভাবনা বেড়েছে। সেই কথা মাথায় রেখে বিবিসি’র প্রশ্নের উত্তরে আইএমএফ-এর মুখপাত্র বলেন, ‘আপাতত আফগানিস্তানকে দেওয়া অর্থ সাহায্য বন্ধ রাখা হয়েছে।

আরো পড়ুন:- বর্ধমান রেলওয়ে হর্কাস ইউনিয়নের পক্ষ থেকে ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান রেল সুরক্ষা বাহিনী দপ্তরে

আমাদের নীতি নিয়মমেনেই পরিস্থিতির উপর আমরা নজর রাখছি।’ এর আগেই আফগানিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করার কথা জানিয়েছিল আন্তর্জাতিক অর্থ তহবিল । গত সপ্তাহে আমেরিকার জো বাইডেন সরকার আমেরিকার সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য মার্কিন আর্থিক প্রতিষ্ঠানে রাখা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি ডলার ‘ফ্রিজ’ করে দেয়, যাতে ওই অর্থ তালিবান তুলে নিতে না পারে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad