Type Here to Get Search Results !

মাঝ আকাশে হার্ট অ্যাটাক পাইলটের,বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান


ওয়েব ডেস্ক:- বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ।শুক্রবার আচমকাই মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন পাইলট। কলকাতার আকাশসীমায় ঢোকার পর হৃদরোগে আক্রান্ত হন তিনি। মাসকট থেকে ঢাকা যাচ্ছিল ওই আন্তর্জাতিক উড়ানটি ।অবতরণের পর হাসপাতালে পাইলটের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।  আপাতত তার অবস্থা স্থিতিশীল।জানা গিয়েছে, বিমানযাত্রীরা সকলেই সুস্থ আছেন।

জানা গিয়েছে, মাসকট থেকে ঢাকা যাচ্ছিল বিমানটি। বিমানটির পাইলট ১১টার দিকে রায়পুরের কাছাকাছি হালকা অসুস্থতা বোধ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এসময় দ্রুতই পরিস্থিতির গুরুত্ব আঁচ করে সহকারী পাইলট ১১টা ৪০ মিনিট নাগাদ কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন ওই বিমান থেকে।

পরে নাগপুর বিমানবন্দরে জরুরি ভিত্তিতে ওই বিমানটিকে অবতরণ করানো হয়। কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের উদ্যোগে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন পাইলট। কলকাতা এটিসি-ই ব্যবস্থা করেছে জরুরি অবতরণের, এমনটাই জানান হয়েছে।জানা গিয়েছে, যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। Emrgency Landing-এর সমস্ত ব্যবস্থা করা হয়েছে বিমান কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি, চিকিৎসা চলছে পাইলটেরও।তবে সময় মতো অবতরণ নাহলে বড় বিপদ ঘটতে পারত।

আরো পড়ুন:- প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগের দাবি মার্কিন জনতার 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad