ওয়েব ডেস্ক:-জীবনযুদ্ধে লড়াই করেছেন দীর্ঘদিন ধরে। সেই লড়াই থেকে ফিরে এলেও হৃদপিন্ডে অস্ত্রোপচারের পর প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়লেন কেয়ার্নস। মৃত্যুর সঙ্গে এখনও লড়াই করছেন নিউজিল্যান্ড এর প্রাক্তন ক্রিকেটের ক্রিস কেয়ার্নস। বিগত বেশ কয়েকদিন আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হয়েছিলেন। তাঁকে প্রাণে বাঁচাতে এরপর চিকিৎসকরা তাঁর শরীরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু এরপরেই ঘটে বিপত্তি ।
জানাগেছে,চলতি মাসেই নিউজিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটারকে ক্যানবেরার এক হাসপাতালে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছিল। এরপর কেয়ার্নসের প্রাণ সংশয় হওয়ায় তাঁর শরীরে দ্রুত অস্ত্রোপচার করা হয়, আর অস্ত্রোপচার চলাকালীনই ক্রিস কেয়ানর্সের স্ট্রোক হয়। এরপর লাইফ সাপোর্ট উঠে গেলে ক্রিস কেয়ানর্স আক্রান্ত হন প্য়ারালাইসিসে।
আরো পড়ুন:-প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগের দাবি মার্কিন জনতার
কেয়ার্নসের আইনজীবী অ্যারন লয়েড বলেছেন, ৫১ বছরের কেয়ার্নসকে বাঁচাতে আপদকালীন হার্ট সার্জারি করতে হয়েছিল সিডনিতে। তখন ফের স্ট্রোক হয়। এতেই তাঁর দুই পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন উদ্বেগজনক হলেও স্থিতিশীল। অস্ট্রেলিয়ারই এক নামি স্পাইনাল হাসপাতালে কেয়ার্নসের আপাতত রিহ্যাব চলবে বলে জানিয়েছেন লয়েড।
উল্লেখ্য, কেয়ার্নস ৬২টি টেস্ট ও ২১৫টি একদিনের ম্যাচ খেলা ছাড়াও কেয়ার্নস জোজ়া টি-২০ ম্যাচও খেলেন। আন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তিনি ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। কেয়ার্নসের শরীর খারাপের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তাঁর সুস্থতা কামনা করেছেন নেটিজেনরা ।
