ওয়েব ডেস্ক:-সেপ্টেম্বরে বাজারে পা রাখবে iPhone 13 । সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে, iPhone 13 সিরিজ সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে সম্ভবত অ্যাপলের (Apple) এই ফোন বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। জানা গিয়েছে, আইফোন ১৩ সিরিজের মডেল আইফোন ১৩ প্রো-তে নাকি ১টিবি স্টোরেজ অপশন থাকার সম্ভাবনা রয়েছে। আইফোন ১৩ প্রো মডেলে ৫১২ জিবি স্টোরেজের পরিবর্তে এই নতুন আপগ্রেড হওয়া স্টোরেজ যুক্ত হতে পারে । উল্লেখ্য, অ্যাপলের আইফোন ১৩ সিরিজে মোট চারটি মডেল আইফোন ১৩ (iPhone 13), আইফোন ১৩ প্রো (iPhone 13 Pro), আইফোন ১৩ প্রো ম্যাক্স (iPhone 13 Pro Max) এবং আইফোন ১৩ মিনি (iPhone 13 Mini) লঞ্চের সম্ভাবনা রয়েছে।একটি রিপোর্ট অনুযায়ী, iPhone 13 সিরিজ আগামী ১৪ই সেপ্টেম্বর বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে।এই সিরিজের প্রি-অর্ডার ও সেল শুরু হবে যথাক্রমে ১৭ ও ২৪শে সেপ্টেম্বর থেকে।
iPhone 13 ফোনটি ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ, ছোট নচ ডিসপ্লে এবং সানসেট গোল্ড কালার সহ আসতে পারে।পূর্বসূরি মডেলের তুলনায় iPhone 13 -এর ব্যাটারি ক্যাপাসিটি বেশি হবে এবং এটি ৫জি কানেক্টিভিটি সাপোর্ট সহ আসবে। আবার এই সিরিজের প্রো মডেলগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ LTPO ডিসপ্লে থাকবে বলে জানা গেছে।শুধু তাই নয় ‘AirPods 3’ সেপ্টেম্বরের শেষার্ধে লঞ্চ করা হবে বলেও জানা গেছে।
আইফোন ১৩ সিরিজ সেপ্টেম্বর নাগাদ বাজারে আসবে বলে প্রথম থেকেই বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছিল।যদিও অ্যাপলের তরফে এখনও আইফোন ১৩ সিরিজ লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করা হয়নি। যেহেতু অ্যাপল সাধারণত তাদের নতুন আইফোন সিরিজ প্রতি বছর এই সময়ে লঞ্চ করে থাকে।যদিও, গত বছর কোভিড-১৯ অতিমারীর কারণে টেক জায়ান্টটি তাদের আইফোন ১২ সিরিজের লঞ্চ ইভেন্টের সময়কাল পিছিয়ে দিয়ে বাধ্য হয়েছিল।
আরো পড়ুন:- হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর পক্ষাঘাতে আক্রান্ত নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রিস কেয়ার্নস
তবে এই বছর আগের রীতি মেনেই অ্যাপলের লেটেস্ট আইফোন ১৩ সিরিজ আগামী ১৪ই সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে বলে ধরে নেওয়া যাচ্ছে।তবে আশা করা হচ্ছে অ্যাপল এমাসেই সম্ভবত এই বিষয়ে অফিশিয়াল বিবৃতি দিতে পারে । উন্নত ক্যামেরা এবং ভিডিও ফিচারের সঙ্গে ৫জি এই এই স্মার্টফোন কবে বাজারে আসবে সেদিকেই নজর সকলের।
