Type Here to Get Search Results !

আফগানিস্তানে জবাব দিতে শুরু করল আমেরিকা,ড্রোন হামলায় আই এস আই এস-কে -র ‘পরিকল্পনাকারী’ নিহত


ওয়েব ডেস্ক :- কাবুলে (Kabul) হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে (Airport) বৃহস্পতিবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৭০। এর মধ্যে মার্কিন সেনার সংখ্যা ১৩। ওই হামলার জবাবে আমেরিকাও আফগানিস্তানের (Afghanistan) পূর্বাঞ্চলে আইএসআইএসের (ISIS) একটি গোষ্ঠীর বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় এই গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন।

সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, ‘নাঙ্গাহার প্রদেশে আইএসআইএস-কে (ISIS-K) গ্রুপের একজন ‘পরিকল্পনাকারী’কে টার্গেট করে এই হামলা চালিয়েছে আমেরিকা।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কোনও সাধারণ মানুষ এই হামলায় মারা যায়নি।বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালায় আইএস-কে। এর কড়া জবাব দেওয়ার কথা ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। এরপর এই ড্রোন হামলার (US Drone Strike) পর আমেরিকা বলেছে, ‘প্রাথমিকভাবে ইঙ্গিত মিলছে যে, আমাদের এই হামলায় আইএস-এর টার্গেটে হিট করা গিয়েছে। এতে আইএস-কে-এর এক সদস্য নিহত হয়েছেন। তবে কোনো বেসামরিক লোকজন নিহত হননি।’

এর আগে বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করে নেয় আইএস-কে, যা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স হিসেবে পরিচিত। মূল আইএস থেকে এই গ্রুপের উদ্ভব। 

আরো পড়ুন:- জল্পনার অবসান!সেপ্টেম্বরেই বাজারে iPhone-13 সিরিজ 

আফগানিস্তানে যেসব জিহাদি গ্রুপ আছে, তার মধ্যে এরা সবচেয়ে ভয়ঙ্কর ও সহিংস।বিবিসির খবরে বলা হয়েছে, এখনও কাবুল বিমানবন্দরে অবস্থান করছে প্রায় ৫ হাজার মার্কিন সেনা। যেসব আফগান দেশ ছাড়ার চেষ্টা করছেন, তারা তাদেরকে সহায়তা করছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad