স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতিতে জড়াল দুই পরিবার। বর্ধমানের টাউন হলে সোমবার সকাল থেকেই স্বাস্থ্য সাথী প্রকল্পের ক্যাম্প চলছিল। প্রথম দফায় দুয়ারে সরকারে যারা স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করে কার্ড পায় নি,এদিন বর্ধমানের টাউনহল তাদের এই ক্যাম্প করে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হচ্ছিল।
লাইন দেওয়াকে কেন্দ্র করে হঠাৎই বর্ধমানের লক্ষীপুর মাঠ এলাকার দুই পরিবারের মধ্যে বাদানুবাদ শুরু হয়। বাদানুবাদ থেকে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পরে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে। অভিযোগ ঘটনাস্থলে সিভিক ভলেন্টিয়াররা থাকলেও তারা এই গণ্ডগোল বা অশান্তি থামাতে কোন উদ্যোগ নেয়নি। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ক্যাম্পের কাজ বন্ধ হয়ে যায়। পরে বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।