'খেলা হবে'দিবসের অনুষ্ঠানে চিয়ারলিডার।শিথিল কোভিড বিধি। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ ব্লকের ভাল্কি অঞ্চলের এক অনুষ্ঠানে এই নিয়ে বিতর্ক দেখা যায়।আয়োজকেরা অবশ্য এর পক্ষে নানা সাফাই দেন।
এদিন খেলা হবে দিবসে গোটা পূর্ব বর্ধমান জেলার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন হয়েছিল আউশগ্রাম ২ নং ব্লকের ভাল্কি অঞ্চলেও। এখানে খেলা হবে দিবস উপলক্ষে জাঁকজমকপূর্ণ ভাবে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। এখানেই হঠাৎ দুজন চিয়ারলিডার মঞ্চে এসে নাচ পরিবেশন করেন। এমনিতেই ভালই ভিড় ছিল। তার মধ্যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে চিয়ালিডারের মত একটা নতুন ব্যাপার দেখতে আরো ভিড় জমে। ভিড়ে কোভিড বিধি উপেক্ষার অভিযোগ ওঠে।অনেকেরই মুখে মাস্ক ছিল না।
এই অনুষ্ঠানের আয়োজক ভাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেস। সভাপতি অরূপ মিদ্দার সাফাই, ' এখন সিনেমা থিয়েটার বন্ধ। বিনোদন বলে কিছু নেই। তাই একটু বিনোদন দিতে চেয়েছি।'
মাস্ক না পড়া নিয়ে তার বক্তব্য ' যারা মঞ্চে আছেন তারাও হয়তো অনেকেই মাস্ক পড়েনি।কিন্তু মুখ্যমন্ত্রী অনেক ছাড় দিয়েছেন।আমরা কোভিড বিধি মেনেই চলেছি।'