তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রাজ্যের মুখ্যমন্ত্রী ১৬ ই আগস্ট 'খেলা হবে' দিবস ঘোষণা করেছেন। তাই 'খেলা হবে' দিবস উপলক্ষ্যে কাঁকসার সিলামপুরে আমলা জোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক দিবশীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।ফুটবল প্রতিযোগিতায় এদিন ৮টি দল অংশ নেয়।
এদিন খেলার সূচনা করেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী,এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসার আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান আইনুল হক সহ অন্যান্যরা।
দেবদাস বক্সী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিতে সারা দেশ জুড়ে 'খেলা হবে' দিবস পালন করার নির্দেশ দিয়েছেন।সেই নির্দেশ মতোই আজকের দিনে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস 'খেলা হবে' দিবস পালন করছে। তিনি বলেন বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান তুলেছিলেন খেলা হবে।সেই খেলা কে বাস্তবায়িত করতে দেশ জুড়ে আজকে 'খেলা হবে' দিবস পালন করা হচ্ছে।