তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ১৯৮০ সালে কলকাতায় মোহনবাগান ইস্টবেঙ্গলের ফুটবল খেলা কে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। সেই সংঘর্ষে দুই দলের সমর্থকদের মধ্যে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে।
সেই ১৬ জন সমর্থকের স্মৃতির উদ্দেশ্যে পানাগর বাজার মিত্র সংঘ ময়দানে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন।
ক্লাবের সদস্য মানিক দক্ষ জানিয়েছেন ১৯৮০ সালে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় যাদের মৃত্যু হয়েছিলো সেই মৃত সমর্থকদের উদ্যেশ্যে আজ ফুটবল প্রেমী দিবস হিসেবে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নেয় বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা ।