তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ফুটবলের প্রতি উৎসাহ বাড়াতে কাঁকসার বিরুডিহা ফুটবল ময়দানে দুই দিবশীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন হলো আজ।এদিন প্রতিযোগিতার সূচনা করেন কাঁকসা পঞ্চায়েতের সমিতির সদস্য দেবদাস বক্সী সহ পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস সহ এলাকার বিশিষ্টজনেরা।
আরো পড়ুন:- বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে কাঁকসার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার তিন জন
ক্লাবের সদস্যরা জানিয়েছেন ফুটবলের প্রতি উৎসাহ বাড়াতে তারা এই ফুটবল প্রতিযোগিতার উদ্যোগ নেয়। কারণ করোনার জেরে তরুণ যুবকরা বাড়ি বসে থেকে যে এক ঘেয়েমি হয়ে গেছিলো তা থেকে তাদের উৎসাহ বাড়ানোর জন্য তারা উদ্যোগ নিয়ে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন। ফুটবল প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নিয়েছে ।
