Type Here to Get Search Results !

কর্মীদের উদ্বুদ্ধ করতে তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হলো আসানসোলের রবীন্দ্র ভবনে


নীলেশ দাস ,আসানসোল :-
তৃণমূল কর্মীদের উদ্বুদ্ধ করতে শনিবার কর্মীসভা অনুষ্ঠিত হলো আসানসোলের রবীন্দ্র ভবনে ।দলীয় সংগঠনকে ঢেলে সাজাতে এক নেতা এক পদ ঘোষণা করেছে তৃণমূল নেতৃত্ব। তার পরেই পশ্চিম বর্ধমান জেলা জুড়ে জেলা স্তর থেকে ব্লক স্তরে পরিবর্তন করা হয়েছে তৃণমূল জেলা নেতৃত্বের। এদিন দল ও দলের শাখা সংগঠন গুলিকে মজবুত করতে অনুষ্ঠিত হলো তৃণমূলের এক কর্মী সভা। 

এদিনের কর্মিসভার মূল বিষয় ছিলো তৃণমূল সংগঠন কে মজবুত করতে সকলকে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি একই মঞ্চ থেকে কর্মীদের উদ্যেশ্যে বার্তা দেওয়া হয় যারা দলবিরোধী কাজ করেছেন তাদের প্রতি কড়া পদক্ষেপ নেবে দল। পাশাপাশি কর্মীদের নিজেদের মধ্যে ভাবমূর্তি তৈরি করতে বলেন কর্মী সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব। 

এদিনের এই কর্মীসভা থেকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন আসানসোল লোকসভায় তাদের দল জিততে পারেনি। কিন্তু এখন থেকে এমন কাজ করতে হবে যাতে আগামী ২০২৪ এর বিধানসভায় আসানসোল থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। পরে তিনি সাংবাদিকদের বলেন বিধান দলের যোগ্য ব্যাক্তি তার উপর দায়িত্ব দেওয়ায় দল চাঙ্গা হবে। পাশাপাশি তিনি বলেন দলের নামে কোন চাঁদা তোলা যাবে না। পাশাপাশি তিনি আরও বলেন বিধানসভা নির্বাচনের সময় যারা দলের বিরুদ্ধে গেছে তাদের ক্ষমা করার কোন প্রশ্নই ওঠে না। শুধু তাই নয় দল এখন আগের থেকে অনেক সংঘবদ্ধ বলেও এদিন তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে ত্রিপুরার মানুষ ২০২৩ শে সেখানে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হবে। আসমেও ভালো ফল করবে দল। 

অন্য দিকে  এদিন অভিজিৎ ঘটক বলেন ভোটের মুখে দেখা যায়নি বহু নেতাকে তাদের জিজ্ঞাসা করলে তারা বলে তাঁরা কোয়ারেন্টিনে আছে। তাই এখনো তাদের কোয়ারেন্টিনে থাকতে দিন। আর এই প্রসঙ্গেই এদিন আসানসোল পুর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী বলেন কাউন্সিলরদের টিকিট দিয়েছিল বিধায়করা। কেউ এখনো দলে থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। তাই কে কে কাজ করছে না তাদের নামের লিস্টটা দিলে তিনি জানতে পারবেন। তিনি আরো বলেন অনেক কাউন্সিলর আছে যারা তার ওয়ার্ডের মানুষের জন্য কাজ করছে না। আর তা তারা বিধানসভা ভোটের সময় বাড়ি বাড়ি প্রচারের সময়ই বুজতে পেরেছে। পৌর নিগমের বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত বহু সমস্যা আছে। তাই দ্রুত সেই সমস্যা সমাধান করতে আমাদের। আর এই কর্মী সভার পরেই তৃণমূলের ছাত্র যুব কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের এক কর্মসূচি।

আরো পড়ুন:- কাঁকসার বিরুডিহা ফুটবল ময়দানে দুই দিবশীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন

পাশাপাশি তৃণমূল নেতা শিবদাশুন দাসু বলে দলের ঊর্ধে কেউ নয় সবাইকে মিলেমিশে এক সঙ্গে দলের হয়ে কাজ করতে হবে। শুধু তাই নয় তিনি এদিন দলের নেতা কর্মীদের উদেশ্য বলেন একটা রুমের মধ্যে একটা টেবিল পেতে, ফ্লেক্স লাগিয়ে দিলেই তা দলীয় পার্টি অফিস হয়না। সেখান থেকে আজ থেকে মানুষের জন্য কাজ করতে হবে কর্মী ও কাউন্সিলরদের। দলের নাম করে কারোর থেকে কোন চাঁদা তুলতে পারবেনা কর্মীরা বলে এদিন তিনি জানায়। 

এদিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। তৃণমূলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, জেলা সভাপতি বিধান উপাধ্যায়, শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির সভাপতি অভিজিৎ ঘটক, যুব সভাপতি কৌশিক মন্ডল, জেলার মহিলা সভাপতি মিনতি হাজরা, জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং, পান্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad