নীলেশ দাস ,আসানসোল :-তৃণমূলের কর্মীসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা চেয়ারম্যান।তৃণমূলের যুব কর্মীসভায় জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন বেশকিছু কাউন্সিলর রয়েছে,যদিও তারা এখনো কাউন্সিলর নয়। পৌর নিগমের কাছে জিনিসপত্র নিচ্ছে কিন্তু সেই জিনিস আর সাধারণ মানুষের কাছে পৌঁছাচেনা। তারা বাড়িতেই রেখে দিচ্ছে। আর জনতাদের কাছে পৌঁছাছেনা। যদি জায়গার নাম জানতে চান এক একটার এলাকার নাম বলে দিতে পারি। পৌর নিগমের দেওয়া জিনিস অর্থাৎ সরকারি জিনিস। অথচ মানুষের পৌঁছাছেনা সেইগুলো বাড়ির মধ্যে রেখে দিচ্ছে। এই বিষয়ে তদন্ত করা উচিত বলে মনে করেন জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়।
আরো পড়ুন:-কর্মীদের উদ্বুদ্ধ করতে তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হলো আসানসোলের রবীন্দ্র ভবনেঅন্যদিকে আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন,আমাকে তারা যদি জানিয়ে দেয়, কোন কাউন্সিল ঠিক কাজ করছে না,কোন কাউন্সিলর প্রাক্তন তারা একটা লিস্ট করে দিলে মনে হয় ভালো হয়। যেহেতু পার্টিতে যারা কাউন্সিল হয়েছে বিধায়করাই তো টিকিট দিয়েছে। তারা যদি জানিয়ে দেয়,কোন কাউন্সিল ঠিক কাজ করছে না, কোন প্রাক্তন কাউন্সিলর তলে তলে সাপোর্ট করছে বিজেপিকে। এবং কোন কাউন্সিল বিজেপিতে চলে গেছে। এলাকা ভিত্তিক আমাকে একটা লিস্ট করে দিলে ভালো হয় বলে জানান তিনি।
