তনুশ্রী চৌধুরী,কাঁকসা :- বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে কাঁকসার তিনটি জায়গা থেকে তিন জনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে কাঁকসা থানার পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে পানাগর বাজারে বিট্টু সাউ নামের এক ব্যক্তির কাছ থেকে ২০বোতল দেশি মদের বোতল, এবং জগন্নাথ বারু নামের পনাগড় গ্রামের এক ব্যক্তির কাছ থেকে ২১বোতল দেশি মদের বোতল ও চন্দন মন্ডল নামের কাঁকসার কৃষ্ণপুর বাস স্ট্যান্ড থেকে ওই ব্যক্তির কাছ থেকে ১৯বোতল দেশি মদের বোতল উদ্ধার হয়।
মদের বোতল সহ ৩জনকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। ধৃত ৩জনকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
