নিজস্ব প্রতিনিধি:- বর্ধমানে (Burdwan) তৃণমূলকর্মী অশোক মাঝি খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা শিবশংকর ঘোষ। ধৃতকে আজ বর্ধমান আদালতে তোলা হয়েছে।শিবশংকর ঘোষ জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক ।
গতকালই স্পেশাল অপারেশন টিম শিবশংকর ঘোষ কে গ্রেপ্তার করে।অশোক মাঝির স্ত্রী ও ৬ নং ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর সৈয়দ মহঃ সেলিমের পক্ষ থেকে করা অভিযোগ পত্রে শিবশংকর ঘোষ, ও দুই তৃণমূল নেতা আব্দুল রব ও ইফতিকার আহমেদ কে মুল অভিযুক্ত বলে বলা হয়।শিবশংকর ঘোষকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনও অধরা।তাদের খোঁজে তল্লাশী চালাচ্ছে স্পেশাল অপারেশন টিম।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান আইন আইনের পথে চলবে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। তবে গোষ্ঠী দ্বন্ধের কারনে এই খুন নয় বলে জানিয়েছেন তিনি।
আরো পড়ুন:- তালিবান ঠেকাতে প্রস্তুত পঞ্জশির
পূর্ব বর্ধমান সদর জেলা বিজেপির (BJP)কনভেনার কল্লোল নন্দন জানান, মুখ্যমন্ত্রী বলেছিলেন খেলা হবে। খেলা হয়েছে, ভোটে জিতে আমাদের কর্মীদের উপর আক্রমণ, অত্যাচার করা হয়েছে। এখন নিজেদের মধ্যেই খেলা হচ্ছে। তৃণমূল নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ বলতে অস্বীকার করলেও সককেই জানেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের ফলেই অশোক মাঝি খুন হয়েছে বলে জানান কল্লোল নন্দন।
