সোমনাথ মুখার্জি , অন্ডাল :- বৃহস্পতিবার অন্ডালের (Andal) কাজোরা হাট তলায় 'মানবিক' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির (Free Health Checkup Camp) । শিবিরে প্রায় দেড়শ জন স্বাস্থ্য পরীক্ষা করান বলে সংগঠনের দাবি । শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা । যাদের অপারেশনের প্রয়োজন তাদের চিহ্নিত করে সংগঠনের উদ্যোগে বিনামূল্যে এম্বুলেন্স করে তাদের দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয় । স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে তাদের বিনামূল্যে অপারেশন করা হবে বলে সংগঠনের পক্ষে জানান সুবীর মন্ডল ।
