নিজস্ব প্রতিনিধি:- পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর। ট্রেনে করে ডুয়ার্সের সফর এখন হবে আরও বেশি রোমাঞ্চকর।ডুয়ার্স সফরকে এবার আরও আকর্ষণীয় করে তুলতে চলছে ভারতীয় রেল। মুম্বাই থেকে পুনে রুটের মতন এবার শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাওয়ার রুটেও শুরু হতে চলেছে এই ভিস্তা ডোম কোচ। শনিবার থেকে শতাব্দী এক্সপ্রেসের দুটি বাতানুকুলিত কোচ, ২ টি চেয়ারকার ও ১ টি ভিস্তাডোম কোচ নিয়ে যাত্রা শুরু করবে ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল ট্রেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যাত্রা শুরু করবে এই ট্রেন । ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছে গিয়েছে এই কোচ।
এই কোচে থাকা বিশেষ ব্যবস্থার মাধ্যমে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবে যাত্রীরা। এই কোচে রয়েছে বড়ো জানালা এবং ছাদও রয়েছে কাঁচের। 44 টি করে উন্নতমানের বসার সিট রয়েছে এবং 360 ডিগ্রি ঘুরতে পারবে সিটগুলি। যাতে সেখানে থাকা যাত্রীরা পরিবেশের সৌন্দর্য স্বাচ্ছন্দে উপভোগ করতে পারে। 30 কিলোমিটার গতিতে চলবে এই ট্রেন পাশাপাশি পর্যটকদের মনরঞ্জনেরও ব্যবস্থা থাকবে এই যাত্রায়।
