ওয়েব ডেস্ক :- অবশেষে অপেক্ষার অবসান।মা হলেন নুসরত। প্রতীক্ষার অবসান ঘটিয়ে লক্ষ্মীবারেই পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন তারকা সংসদ নুসরত জাহান (Nusrat Jahan Blessed With A Baby Boy)। এক মুহুর্তও প্রিয় বান্ধবীকে কাছ ছাড়া করছে না যশ।কিছুদিন আগেই শোনা গিয়েছিল সেপ্টেম্বরে নয় চলতি মাসেই ভূমিষ্ঠ হবে নুসরতের গর্ভস্থ সন্তান। সেই মতই নুসরতের যত্ন নিচ্ছিলেন তার প্রিয় বন্ধু অভিনেতা যশ।
অবশেষে এলো সেই শুভক্ষণ। বুধবার পার্কস্ট্রিটের এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুসরত। বৃহস্পতিবার বেলা একটায় সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী।সূত্রের খবর, সি সেকশনের পর মা ও সন্তান দুজনেই স্থিতিশীল আছেন। জানা গিয়েছে, নবজাতকের ওজনও ঠিক আছে। এমনকি ওটিতে নুসরতের পাশেই দেখা গিয়েছে যশকে।আপতত নুসরত ও তার সদ্যোজাত ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
