ওয়েব ডেস্ক:- তালিবান ঘিরে রেখেছে পঞ্জশির উপত্যকা। আশপাশের এলাকাও তারা দখল করে নিয়েছে।তালিবানিরা এখনও কব্জায় আনতে পারেনি পঞ্জশির (Panjshir)। লড়াই করে যাচ্ছে আফগানিস্তানের (Afghanistan) পঞ্জশির। আহমেদ মাসুদের নেতৃত্বে নর্দান অ্যালায়েন্স লড়াইয়ের জন্য তৈরি। নয় হাজার সেনা নিয়ে তৈরি আহমেদ মাসুদের নেতৃত্বে নর্দান অ্যালায়েন্স। প্রবল শক্তিশালী তালিবানের বিরুদ্ধে তারা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে।পঞ্জশির উপত্যকার ভৌগলিক অবস্থান হল হিন্দুকুশ পাহাড়ের পাদদেশে।
চারিদিকে পাহাড়ের মধ্যে অবস্থান উপত্যকাটির। আহমেদ মাসুদের বাবা আহমেদ শাহ মাসুদ সোভিয়েত আক্রমণের সময় এবং তারপর তালিবান শাসনের সময় লড়াই করে পঞ্জশিরকে মুক্ত রাখতে পেরেছিলেন। তাজিক জনগোষ্ঠীর মানুষ এখানে থাকেন। তারা তালিবানকে পছন্দ করে না। মাসুদ দাবি করেছেন, হাজার হাজার মানুষ তাদের ফৌজে যোগ দিয়েছেন।
আরো পড়ুন:- গরম থেকে বঙ্গবাসীকে কিছুটা রেহাই দিতে হাজির ঘূর্ণাবর্ত
একটি প্রথম সারির ফরাসি দৈনিকে প্রকাশিত এক সাক্ষাত্কারে মাসুদ ফরাসি প্রেসিডেন্ট সহ অন্য রাষ্ট্রনেতাদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, ‘আপনারা নর্দান অ্যালায়ান্সকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করুন।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘কিছুদিন আগে আমি বিদেশি শক্তিগুলিকে সাহায্য করতে বলেছিলাম। কিন্তু ওরা করেনি। আজ ওরা বুঝতে পারছে, সেই সিদ্ধান্ত কতটা ভুল ছিল।’
