পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাঁরা এটাও জানিয়েছে, শুক্রবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। তার জেরে রবিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বুকে। তুলনায় তখন বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে।
আরো পড়ুন:- হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাকসিন স্লট বুক করার উপায়
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ঘূর্ণাবর্তের হাত ধরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, দার্জিলিং,মালদা ও দুই দিনাজপুর জেলায় থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিনবঙ্গের সব জেলাতেই।পশ্চিম বর্ধমান,বাঁকুড়া,বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম থাকবে এদিনও।
