Type Here to Get Search Results !

গরম থেকে বঙ্গবাসীকে কিছুটা রেহাই দিতে হাজির ঘূর্ণাবর্ত


ওয়েব ডেস্ক:-
বঙ্গবাসীকে কিছুটা রেহাই দিতে হাজির ঘূর্ণাবর্ত। তবে 
ঘূর্ণাবর্তটি বাংলার বুকে তৈরি হয়নি। একটি তৈরি হয়েছে রাজস্থানের বুকে এবং অন্য টি তৈরি হয়েছে তামিলনাড়ু উপকূলে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর থেকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে ক্রমশ নীচের দিকে নামতে শুরু করেছে। আর তার টানেই সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার পরিমণ্ডলে। সেই কারণেই বৃহস্পতিবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।


পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাঁরা এটাও জানিয়েছে, শুক্রবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। তার জেরে রবিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বুকে। তুলনায় তখন বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে।

 আরো পড়ুন:- হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাকসিন স্লট বুক করার উপায় 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ঘূর্ণাবর্তের হাত ধরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, দার্জিলিং,মালদা ও  দুই দিনাজপুর  জেলায় থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিনবঙ্গের সব জেলাতেই।পশ্চিম বর্ধমান,বাঁকুড়া,বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম থাকবে এদিনও।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad