Type Here to Get Search Results !

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাকসিন স্লট বুক করার উপায়


ওয়েব ডেস্ক:-
এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যাটবট ব্যবহার করে ভ্যাকসিন সার্টিফিকেট সহজেই ডাউনলোড করা যায়। কোভিড ভ্যাকসিন স্লট এখন কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হোয়াটসঅ্যাপ চ্যাটবট ব্যবহার করে বুক  করা যাবে। সম্প্রতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের  My Gov করোনা হেল্পডেস্ক এই সুবিধাটি তৈরি করেছে।


এখন থেকে, এই দেশের নাগরিকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ভ্যাকসিনের জন্য স্লট বুক  করতে এই ফীচার ব্যবহার করতে পারবেন। এর জন্য, আপনাকে co-win  এ  লগ ইন করার দরকার নেই। যাইহোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি কোভিড ভ্যাকসিন স্লট বুক করতে, আপনার অবশ্যই একটি co-win অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার co-win অ্যাকাউন্ট আপনার হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বরের রেজিস্টার করা থাকে তাহলে  আপনি এই সুবিধাটি নিতে পারবেন। 


WhatsApp-এ কীভাবে Corona ভ্যাকসিন স্লট বুক করবেন? How to book Corona Vaccine Slot on WhatsApp? 


১.প্রথমে My Gov  করোনা হেল্পডেস্কের নম্বর ৯০১৩১৫১৫১৫ নিজের ফোনে সেভ করুন।

২.এবার WhatsApp থেকে 9013151515 নম্বরে Book Slot লিখে পাঠিয়ে দিন। 

৩.এবার আপনার ফোনে ওটিপি আসবে। এই ওটিপি মেসেজ বক্সে টাইপ করে পাঠিয়ে দিন।

৪.আপনার নম্বর থেকে দাখিল করা প্রতিটি সদস্যের নাম দেখাবে নির্দিষ্ট সদস্যের নাম সিলেক্ট করুন।

৫.নিজের এলাকার পিন কোড দিন। সঙ্গে সঙ্গেই আপনার নিকটবর্তী টিকাকেন্দ্র গুলি দেখতে পাবেন।এর পরে পছন্দ মতো দিন, সময় ও স্থান সিলেক্ট করে ভ্যাকসিন অ্যাপয়েনমেন্ট বুক করুন।

অ্যাপয়েনমেন্ট প্রক্রিয়া সফলভাবে শেষ হলে আপনার ফোনে কনফার্মেশন মেসেজ চলে আসবে। এছাড়াও আপনার ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে কনফার্মেশন পাঠিয়ে দেওয়া হবে।


যেহেতু হোয়াটসঅ্যাপ ভারতে খুব জনপ্রিয়, তাই বিশেষজ্ঞরা মনে করছেন যে কেন্দ্রের এই পদক্ষেপ আরও বেশি মানুষকে টিকা দেওয়া সহজ করবে।এই নতুন পদ্ধতির মাধ্যমে আরও বেশি মানুষকে টিকা নিতে উৎসাহিত করছে কেন্দ্র।ইতিমধ্যে অনেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকা দেওয়ার শংসাপত্র পেয়েছেন। মোট 3.২ মিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপে সার্টিফিকেট ডাউনলোড করেছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad