Type Here to Get Search Results !

টোকিও অলিম্পিক থেকে স্বর্ণ পদক জিতে ইতিহাস সৃষ্টি করলেন নীরজ চোপড়া

ওয়েবডেস্ক:-টোকিও অলিম্পিক্স থেকে দেশকে সোনা এনে দিলেন নীরজ।শনিবার জ্যাভলিন থ্রো ফাইনালে (Javelin throw final) স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন ভারতীয় ক্রীড়াবিদ নীরজ চোপড়া (Neeraj Chopra wins Gold) । জীবনের প্রথম অলিম্পিক্সেই জ্যাভলিনে সোনা ছিনিয়ে নিলেন নীরজ চোপড়া।অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জিতলেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। 

নীরজ তার প্রথম রাউন্ডে নিক্ষেপ করেছিলেন ৮৭.০৩ মিটার,দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ ৮৭.৫৮ মিটার।তৃতীয় প্রচেষ্টায়, নীরজ ৭৬.৭৯ মিটার ছুড়তে পারেন তিনি।চতুর্থ বার ফাউল করে বসেন। কিন্তু ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুঁডে় সোনার পদক দখল করেন নীরজই।তার এই সাফল্য ভারতীয় ক্রীড়া ইতিহাসে সর্বদা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad