তনুশ্রী চৌধুরী,পানাগড়:- তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হওয়ার পর প্রথমবার পশ্চিম বর্ধমান জেলায় একগুচ্ছ কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম বর্ধমানে এলেন রাজ্য তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ।এদিন পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশের মুখে পানাগর বাইপাসে তাকে স্বাগত জানান কাঁকসা ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা যুব সভাপতি কৌশিক মন্ডল, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস, তৃনমূলের জেলা যুব কমিটির সদস্য রমেন্দ্রনাথ মন্ডল ও সন্দীপ মহল, হিন্দি প্রকোস্ট সংগঠনের ব্লক সভাপতি কুলদীপ সিং সহ অন্যান্যরা।
দেবদাস বক্সী জানিয়েছেন রাজ্য যুব সভাপতি হওয়ার পর প্রথমবার সায়নী ঘোষ জেলায় একগুচ্ছ কর্মসূচি নিয়ে আসেন। জেলার প্রতিটি মোড়ে এদিন তৃণমূল কর্মীরা তাকে স্বাগত জানায়। আজ কর্মীদের নিয়ে বৈঠকের পর আগামীকাল একাধিক কর্মসূচি রয়েছে তার আসানসোলে।
এদিন সায়নী ঘোষ বলেন, 'রাজ্যে তো খেলা হলো।আপনারা খেললেন। এবার ত্রিপুরাতে খেলা হবে।' এদিন সায়নী ঘোষ যুব তৃণমূল কর্মীদের হাতে রাখি পরিয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।পথে রাজবাঁধে তাকে সম্বর্ধনা জানান কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার সহ যুব তৃণমূলের কর্মীরা।
এর পর দুর্গাপুরের সিটি সেন্টারে পিয়ালা কালি মন্দিরের সামনে তাকে সম্বর্ধনা জানান তৃণমূল কর্মীরা। সেখানে তৃণমূল কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন সায়নী ঘোষ। যুব তৃণমূলের কর্মীদের তিনি বলেন উন্নত বাংলা গড়ার ক্ষেত্রে সবাই এক সাথে কাজ করবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা ছিলাম ও আছি।