সোমনাথ মুখার্জী,অন্ডাল:- খনিতে কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা । ঘটনাটি ঘটেছে অন্ডালের ইসিএলের ছোড়া ব্লক ইনক্লাইন কলিয়ারিতে । দুর্ঘটনায় মৃত শ্রমিকের নাম রাম লক্ষ্মণ রাম (৫২)।স্থানীয় সূত্রে জানা যায় রাম লক্ষণ রাম তার নয়নের কাজের জন্য কলিয়ারী গিয়েছিলেন প্রত্যেকদিনের মত । আজ সকাল ৬ টা নাগাদ খনির নীচে কর্মরত অবস্থায় খনির একটা মেশিনের নিচে পড়ে গিয়েই মৃত্যু হয় তার বলে প্রাথমিক ভাবে জানা যায় ।
খনি কর্মীর মৃত্যুর খবর চাউর হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে খনি চত্তরে। মৃত খনি শ্রমিকের পরিবারের একজন কে চাকরি ও ক্ষতি পূরণের দাবীতে বিক্ষোভ দেখান খনির অন্যান্য শ্রমিকরা । সূত্র মারফৎ জানা যায় খনির ইসিএল আধিকারিকরা আলোচনার পর খনি কর্মীর পরিবারের একজন এর চাকরী ও ইসিএলের নিয়ম মাফিক সমস্ত ক্ষতিপূরণ দিতে রাজি হল বিক্ষোভ ওঠে ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।