নিজস্ব প্রতিনিধি:- টাকার লোভে যাত্রী তোলার অভিযোগ উঠল সরকারি ১০২এম্বুলেন্স এর চালকের বিরুদ্ধে। বর্ধমান শহরের জিটি রোডে কার্জন গেটের কাছে ১০২ এম্বুলেন্সে থাকা যাত্রী দেখে ট্রাফিক পুলিশ ওই এম্বুলেন্স কে আটক করে।
ঘটনার বিবরণে জানা গেছে, ১০২ নং সরকারি এম্বুলেন্স করে কলকাতা মেডিকেল কলেজ থেকে এক রুগীকে বীরভূমের নলহাটি পাইক পাড়া ছেড়ে, রাতে এম্বুলেন্স চালক তার বাড়ি মুর্শিদাবাদে চলে যান এবং আজ সকালে আসার সময় মুর্শিদাবাদের চাঁদের মোড় এলাকায় ১০ জন যুবক বাস ধরার উদ্দেশ্য দাঁড়িয়ে ছিলো।
সেই সময় ওই এম্বুলেন্স চালক কে তারা তাদের কে নিয়ে যাবার জন্য বলে। তখন এম্বুলেন্স চালক তাঁদের জিজ্ঞাসা করে কোথায় যাবে? ওই ১০জন যুবক বলে ডানকুনি যাবে সেই মোতাবেক ২৫০ টাকার মাথাপিছু ভাড়া ধার্য্য হয়।
আরো পড়ুন :-অভিযোগ, টাকার লোভে এম্বুলেন্স চালক ঐ যাত্রীদের এম্বুলেন্সে চাপিয়ে গন্তব্য স্থলে পৌঁছানোর সময় বর্ধমানের কার্জন গেটে পুলিশের হাতে ধরা পড়ে।এম্বুলেন্স চালক সহ ১২ জন যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বর্ধমান থানার পুলিশ।