তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বামুনাড়ার বড়বাঁধে পেতে রাখা আড়ায় ধরা পড়লো এক অদ্ভুত ধরনের মাছ । এধরনের মাছ এ পর্যন্ত এলাকার বাসিন্দারা দেখেন নি বলেই জানালেন । টানা বৃষ্টিতে বড়বাঁধ নামে পুকুর গিয়েছে ভরে । জল বার করে দিতে বাধ্য হতে হচ্ছে ।নিকাশি নালার সামনে কয়েকজন গ্রামবাসী আড়া পেতে রাখেন সকালে তারা দেখেন সেই আড়ায় আটকে রয়েছে একটি অদ্ভুদ ধরনের মাছ ।
স্বাভাবিকভাবেই এলাকায় খবর পৌঁছাতেই গ্রামবাসীরা উৎসাহের সাথে মাছটি দেখতে ভিড় করেন । জানা গিয়েছে মাছটি ইউরোপীয় ব্ল্যাক ফিস যা সামুদ্রিক মাছ । কোনভাবে সেই মাছের চারা এখানে চলে আসে এবং বড় হয়ে যায় এবং পুকুর থেকে জলের সাথে বের হয়ে এসে আড়ায় ধরা পড়ে ।
আরো পড়ুন :-মাছটি কিনে নিয়েছেন প্রণব ভদ্র নামে ব্যবসায়ী । তিনি বলেন ২০০ টাকা দিয়ে মাছটি কিনেছি তবে আমি চাই সরকারের নির্দীষ্ট বিভাগের হাতে তুলে দিতে