নিজস্ব সংবাদদাতা :- বৃহস্পতিবার সাতসকালে মুর্শিদাবাদের নবগ্রামের পামিয়া মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন। আশঙ্কাজনক অবস্থায় এক মহিলাসহ আরও তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর পাঁচটা নাগাদ বহরমপুরে দিনমজুরের কাজ করতে যাওয়ার জন্য নবগ্রামের পামিয়া মোড়ে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন গ্রামবাসী। এরপর যখন তাঁরা একটি চারচাকা গাড়িতে উঠতে যান, ঠিক তখনই পেছন থেকে আসা অন্য একটি চারচাকা পিকআপ ভ্যান তাঁদের ধাক্কা মারে।
আরো পড়ুন :-ঘটনাস্থলেই মারা যান গাড়ির চালকসহ চারজন। মৃত ব্যক্তিদের নাম জয়দেব মন্ডল, রাজকুমার মন্ডল,শোভাকর মন্ডল, । একজনের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় নবগ্রাম থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনার পর রাস্তা সারানোর দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।