নিজস্ব প্রতিনিধি:- ডাকাতির ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গুলি। রবিবার রাতে পূর্ব বর্ধমানের (East Burdwan) মেমারি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে কাটোয়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট কাটোয়ার মেজিয়ারির বাসিন্দা উত্তম মণ্ডল ও পাজোয়ার বাসিন্দা মানব দাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ করা হয় সোনা ও রূপোর গহনা,রূপোর বাসনপত্র সহ টাকাপয়সা।
কাটোয়া থানার পুলিশ তদন্তে নেমে ২২ তারিখ মেমারি থেকে দু'জনকে ও একজনকে শক্তিগড় থেকে গ্রেপ্তার করে ।তাদের জিজ্ঞাসাবাদ করে রবিবার রাতে অভিযান চালিয়ে মেমারি থেকে বেশ কিছু সোনা ও রূপোর গহনা,একটি রুপোর থালা ও বেশ কিছু টাকা উদ্ধার করে।এছাড়াও উদ্ধার করে একটি ওয়ান সার্টার বন্দুক ও ৫ রাউণ্ড গুলি।
আরো পড়ুন:- বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামলো রাজবাঁধের ভারত গ্যাস বটলিং প্লান্টের শ্রমিকরা
ধৃতরা হল নাবিরুল হাসান খান ওরফে নয়ন। বাড়ি নতুনগ্রামের করুইয়ে। ধৃত নিজামুদ্দিন ওরফে আজিজুল মণ্ডলের নদিয়ার বালিডাঙ্গার, গাংনাপুরে।অন্যদিকে ধৃত শেখ আজিজুলের বাড়ি শক্তিগড়ে।
