প্রতিনিধি,দুর্গাপুর:- রাত পোহালেই দুর্গাপুরে (Durgapur) আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর শহরজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। পশ্চিম বর্ধমান (West Barddhaman) জেলার দুর্গাপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রি যাপন করবেন। সেই কারণে প্রশাসনিক তৎপরতা রয়েছে সকাল থেকেই।
আরো পড়ুন :- ডাকাতির ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হল লুঠ করা জিনিসপত্র,একটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউণ্ড গুলি
দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন, তিনি আসার আগেই দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ড এলাকা কাউন্সিলর এর উদ্যোগে তৃণমূল কর্মীরা সাজিয়ে তুলেছেন। তিনি জানিয়েছেন কাঁকসায় একটি বেসরকারি কারখানার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই কারণেই তাঁর দুর্গাপুরে আশা। তাই সকাল থেকেই মুখ্যমন্ত্রীর জন্য অস্থায়ী হেলিপ্যাডে চলছে হেলিকপ্টারের মহড়া।