তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে বালিবোঝাই ও বালি পাচারের অভিযোগে অভিযান চালিয়ে কাঁকসা থানার পুলিশ পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক থেকে ১২টি বেআইনি বালি বোঝাই লরি আটক করে কাঁকসা থানার পুলিশ। পাশাপাশি লরির ১২ জন চালক কে গ্রেফতার করে করা হয়। ধৃতদের মধ্যে বীরভূমের একজন,কাঁকসার ডাঙাল এলাকার ২জন, এবং কাঁকসার সাতকানিয়া এলাকার একজন।
লরি চালকরা হলেন পূর্ব বর্ধমানের মেমারির একজন, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের একজন, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের একজন, নদীয়ার চাকদা এলাকার একজন, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একজন, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার একজন, উত্তর ২৪ পরগনার মাটিয়া এলাকার একজন, নদীয়ার চাকদহ এলাকার একজন, পূর্ব বর্ধমান জেলার কালনার একজন, পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার এলাকার ২জন।
সোমবার ধৃত চালকদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ। প্রসঙ্গত:- গত কয়েকদিন আগে লাগাতার বেআইনি বালি বোঝাই লরি আটক করেছিল কাঁকসা থানার পুলিশ। ফের অভিযান চালিয়ে ফের রবিবার রাত্রে কাঁকসা থানার পুলিশ ১২টি লরি আটক করে। লরি গুলি বেআইনি ভাবে বলি পাচার করছিলো বলে পুলিশ সূত্রে খবর।
আরো পড়ুন:- রাত পোহালেই দুর্গাপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
পাশাপাশি এদিন ধৃত আরো চার জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ ধৃতরা বেআইনি ভাবে কাঁকসার ডাঙাল এলাকায় বালি মজুত করেছিলো বলে অভিযোগ। কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক এই বিষয়ে কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানালে। কাঁকসা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে চার জনকে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।
