প্রতিনিধি,দুর্গাপুর:- ফের এক অমানবিক ঘটনার সাক্ষী হয়ে রইল দুর্গাপুর।বছর ৭০ এর অসুস্থ বাবা'কে বাইককে করে রাস্তায় ফেলে চলে যাওয়ার অভিযোগ উঠলো ছেলে ও বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার দুর্গাপুর ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী এলাকায়।অমানবিক ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে শহর দুর্গাপুরে। ঘটনাস্থলে ফরিদপুর ফাঁড়ি পুলিস আসে। বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যায় পুলিস।এলাকাবাসিদের দাবী বৃদ্ধকে একটি ছেলে ও একটি মেয়ে রেখে গিয়েছে এখানে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সকালে একটি ছেলে ও একটি মেয়ে তাকে এখানে রাখে বাইকে করে চলে যান।বেশ কিছু সময় অপেক্ষার পর স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসা করে সব জানতে পারেন। তার পর পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ আসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।বৃদ্ধ এতটাই অশক্ত যে পরিস্কার করে কথা বলতে পারছিলেন না। বৃদ্ধ জানিয়েছেন তিনি একসময় ইসিএলে কর্মরত ছিলেন। বৃদ্ধের ছেলেও চাকরী করেন।
আরো পড়ুন:- বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে ১২টি বালি বোঝাই লরি আটক করলো কাঁকসা থানার পুলিশ
এলাকাবাসী বৃদ্ধ'র অভিযুক্ত ছেলে ও বৌমার শাস্তির দাবি জানিয়েছে পুলিশের কাছে। পুলিস অসহায় বৃদ্ধ'কে উদ্ধার করে নিয়ে যায়। বৃদ্ধ জানিয়েছেন, তাঁর নাম মুক্তি আকুঁড়ে। তাঁর বাড়ি অণ্ডাল থানার খাস কাজোড়া এলাকায় ৷বৃদ্ধের বয়স আনুমানিক ৭০ বছর ৷
