নিজস্ব প্রতিনিধি:- অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমানের ভাতারে। সোমবার ভাতারের বনপাশ উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার পর প্রত্যেক মহিলাদের হাতে একটি করে চারাগাছ দেওয়া হয়। ভাতার ব্লক স্বাস্থ্য কেন্দ্র মহিলাদের চারাগাছ দেওয়ার আয়োজন করে। অন্যদিকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে শিশুর মায়েদের টিকাকরণের প্রক্রিয়াও চলছে জোর কদমে।
সোমবার ভাতার ব্লকের ন'টি উপস্বাস্থ্য কেন্দ্রে এবং ভাতার স্টেট জেনারেল হাসপাতাল মিলিয়ে মোট দু'হাজার জনের টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়ে সকাল থেকেই টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। সবুজায়নের লক্ষ্যে ভাতারের বনপাস উপস্বাস্থ্য কেন্দ্রে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উপস্থিতিতে ভ্যাকসিন নেওয়ার পর প্রত্যেক মহিলাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।
আরোপড়ুন:- ফের এক অমানবিক ঘটনার সাক্ষী হয়ে রইল দুর্গাপুরবাসী,৭০ বছর-এর অসুস্থ বাবা কে রাস্তায় ফেলে রেখে গেল সন্তানভাতার ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌম্যদীপ বায়েন জানান, ভিড় এড়াতে ভাতার ব্লকের ন'টি উপস্বাস্থ্য কেন্দ্রে ১২০০ এবং ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ৮০০ সব মিলিয়ে দু'হাজার জনের টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যেখানে বেশিরভাগ শিশুর মায়েদের যাদের বাচ্চাদের বয়স ১২ বছরের নিচে সেই সমস্ত মহিলাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
