Type Here to Get Search Results !

পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি


তনুশ্রী চৌধুরী,পানাগড়:- গত বাম সরকারের আমলে শিল্পের জন্য প্রায় এক হাজার একরেরও বেশি জমি অধিগ্রহণ করা হয়। রাজ্যে ক্ষমতা বদল হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের বিষয়ে আগ্রহী হন। পানাগড়ে অধিকৃত জমি নিয়ে তিনি পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেন। ইতিমধ্যে সেখানে চারটি কারখানা উৎপাদন শুরু করেছে। এছাড়াও তেরোটি কারখানার নির্মাণ কাজ চলছে। একই সাথে পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধিকৃত জমিতে দুটি ইন্ডিয়ান অয়েল পেট্রল পাম্পও তৈরি হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে পানাগর ইন্ডাস্ট্রিয়াল তৈরি করার পর প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি কারখানার শিলান্যাস সহ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানার মালিকদের নিয়ে একটি বৈঠক করবেন। আগামী ১লা সেপ্টেম্বর সেই অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে। মঞ্চের পাশেই তৈরি করা হয়েছে একটি অস্থায়ী হেলিপ্যাড। 

আরো পড়ুন:- ভ্যাকসিন নেওয়ার পর প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে তুলে দিলেন বিধায়ক 

গোটা মঞ্চস্থ হল পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের চারিপাশ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সোমবার সকাল থেকেই সেখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পুলিশ আধিকারিকরা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। এছাড়াও সোমবার দুপুর নাগাদ অস্থায়ী হেলিপ্যাডে মহড়া দেওয়া হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad