নীলেশ দাস আসানসোল:- দেশ জুড়ে সোমবার মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী।জন্মাষ্টমীর শুভ ক্ষণে মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতে খুঁটিপুজো অনুষ্ঠিত হলো আসানসোল কোর্ট রোড দুর্গাপুজো কমিটির। জন্মাষ্টমীর দিন চরম ব্যাস্ততা লক্ষ করা গেলে জেলার বিভিন্ন দুর্গাপুজো কমিটি গুলোর মধ্যে। পাশাপাশি শুভ ক্ষণে জেলাজুড়ে এদিন বিভিন্ন পুজো কমিটির খুঁটিপুজো অনুষ্ঠিত হলো প্রথা মেনে।
উদ্যোগক্তারা জানান, কোভিড বিধি মেনেই পুজো করা হবে এবছর। পাশাপাশি, এদিন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক বলেন, এই পুজো এই জেলা তথা বাইরের জেলার মানুষের কাছে গর্ব। এই পুজো দেখতে বাইরে থেকে মানুষ আসে আসানসোলে। তাদেরই এই পূজোর খুঁটি পূজায় এসে আমি আনন্দিত বলে জানান তিনি।
আরো পড়ুন:- পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিএদিন আসানসোলের কোর্ট রোড দুর্গাপুজো কমিটির খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক এবং পুজো কমিটির সদস্যরা। এদিনের শুভ ক্ষণে মন্ত্রী মলয় ঘটক নারকেল ফাটিয়ে খুঁটি পুজোর সূচনা করেন। এ বছর ৭৫ তম বছরে পর্দাপণ করলো আসানসোল কোর্ট রোড দুর্গাপুজো কমিটির এই পুজো।
